Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কৃষি মন্ত্রনালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের অফিসের একটি উপজেলা কৃষি অফিস অভয়নগর। সকল শ্রেণীর কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি সেবা পৌছে দেবার মানসে ইউনিয়ন লেভেল পর্যন্ত্য এ বিভাগের রয়েছে সম্প্রসারণ কর্মী।

 

গাঙ্গেয় পলল ভূমি, দক্ষিণ বংগের কেন্দ্রস্থলে অবস্থিত সৌন্দর্যের লীলাভুমি যশোর জেলা সদ্য মুকুলিত বন্দর তথা বাণিজ্য ও শিল্প নগরী ,পীর মুরশিদের আশির্বাদ ধন্য ভৈরব বিধৌত অভয়নগর মূলতঃ কৃষি প্রধান উপজেলা। ধান এখানকার প্রধান ফসল। ধানের পাশাপাশি রয়েছে শাক-সবজি সহ অন্যান্য খাদ্য ও  অর্থকরি ফসল। অভয়নগর উপজেলার মোট জমি ২৪,৭১৯ হেঃ এবং চাষীর পরিবারের সংখ্যা ৪০০৯৬  টির মত।

অভয়নগর কৃষি ক্ষেত্রে রয়েছে অনুকুল পরিবেশ। এ এলাকার মাটিতে সোনা ফলে, জলবায়ু ফসলের উপযোগী এবং কৃষক-কৃষাণীর সাহসী, উৎসাহী ও পরিশ্রমী। বর্তমানে এ উপজেলা কৃষি ও কৃষকের আথ-র্ সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিম্নের কর্মসূচিগুলো মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারী নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এ সকল কর্মকান্ডের পাশাপাশি এখানকার কৃষি ক্ষেত্রেও আছে বহুবিদ সমস্যা কৃষকগন চাষাবাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমস্যা  কাটিয়ে উৎপাদন বৃদ্ধি করে জাতীয় উন্নয়নে অবদান রাখছে। সর্বোপরি ভবদহ জীবন মরণ সমস্যাটি অনেক খানি প্রশমিত হয়েছে। এ ছাড়া নদী ও খাল বিলের পানিকে কাজে লাগিয়ে কৃষিতে  যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব।